বার্তা কক্ষ
02nd Nov 2022 6:39 pm | অনলাইন সংস্করণ
ঠিক ২০১৬ সালে ব্যাঙ্গালুরুর সেই ম্যাচটির মত নয় হয়তো।
তবে প্রায় একই রকম। শেষ মুহূর্তে এসে আবারও হারতে হলো বাংলাদেশকে। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান।
নুরুল হাসান সোহান ছক্কা মেরে শেষ মুহূর্তের সলতেটা যেন আরেকটু জাগিয়ে তুলেছিলেন; কিন্তু পারলেন না আর ৫ রানে হেরে গেলো বাংলাদেশ।
Array