গত ৩১ অক্টোবর ২০২২ দৈনিক যুগান্তরসহ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘টাকা লেনদেনের অভিযোগ চাঁপাইয়ে মাদক মামলার আসামি অভিযোগপত্র থেকে বাদ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভূক্তভোগীর বাবা মাওলানা মোহাঃ মামুনুর রশীদ ।
তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত । একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ও আমার ছেলের ক্ষতি করার জন্য।
মাওলানা মোহাঃ মামুনুর রশীদ আরও বলেন, আমার ছেলে মোঃ ওমর ফারুককে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে এ ব্যাপারে আমার ছেলে সম্পূর্ন নির্দোষ। সে কোরআনের হাফেজ, পাঁচ ওয়াক্ত নামাজি। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে জুডিশিয়াল পরীক্ষার প্রস্তুতির জন্য ঢাকায় অবস্থান করছে। সে এলাকায় থাকেনা। ব্যক্তিগত শক্রতার জের ধরে তাকে মামলায় ফাসানো হয়েছিল। যা স্থানীয় সকল সাধারণ মানুষ অবগত। আমি এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং নিরপেক্ষ ভাবে সরকারের বিভিন্ন তদন্তকারী সংস্থা ও মিডিয়াকে সরেজমিনে তদন্ত করে সত্য তুলে ধরার জন্য অনুরোধ করছি।
Array