স্টাফ রিপোর্টার।। শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ এর বাবা মরহুম পবন আলী গোলন্দাজ এর ১১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ডামুড্যা উপজেলার বিভিন্ন এতিমখানা ও মসজিদে মিলাদ মাহফিল ও মরহুমের দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩১ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় ইসলামিয়া এতিমখানা মালগাও ও বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে আল কুরআন ও সবক বিতরন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিয়া এতিমখানা মালগাও এর সবক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ । তিনি ইসলামিয়া এতিমখানা মালগাও ৩৪ জন শিক্ষার্থীকে কুরআনের প্রথম সবক প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ গোলন্দাজ বলেন, আজকে আমার বাবার ১১ তম শাহাদাৎ বার্ষিকী আপনার সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেতা শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির জন্য দোয়া করবেন। তিনি বলেন কুরআনুল কারীম আল্লাহ তা’আলার কালাম, সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব।এতিমখানাসমূহে অবিরাম তিলাওয়াতে কুরআনের ফলশ্রতিতেই এখনো সমাজে রহমত, বরকত জারি রয়েছে। তাই কুরআনের এ প্রতিষ্ঠান এলাকাবাসীর জন্য আল্লাহর তা’আলার বড়ই নিয়ামত।
এ নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে হবে। তিনি আরও বলেন, হাফেজ সাহেবানরা আল্লাহপাকের বিশেষ রহমত এবং বিরল প্রতিভার অধিকারী। তাই তাঁরা আল্লাহপাকের ৩০ পারা কুরআনের আমানত বক্ষে ধারণ করার তাওফিক লাভ করেন। এতিমখানাগুলো এমনই হাফেজে কুরআন তৈরির অবারিত প্রয়াস চালিয়ে যাচ্ছে। কুরআন-সুন্নাহর এ শিক্ষাধারার একনিষ্ঠ সহযোগী হওয়া আমাদের ঈমানী কর্তব্য।
ইসলামিয়া এতিমখানা মালগাও এর সুপার আলী আকবর এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের সদস্য সৈয়দ ইকবাল হোসেন ওসমান মীর, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, ধানকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আজগর কাজী, কামরুল ইসলাম,ধানকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহাজালাল হাওলাদার প্রমূখ।
Array