নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ড. মো. মুশফিকুর রহমান সচিব পদোন্নতি পেয়েছেন। তাঁকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ড. মুশফিক ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে ছিলেন। মাঠ প্রশাসনে তিনি নেত্রকোনা জেলার ডিসির দায়িত্বও পালন করেছেন।
ড. মুশফিক প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। নিজ ব্যাচের প্রথম সারিতেই সচিব নিয়োগ পেলেন তিনি। তাঁর শিক্ষা জীবনের সব পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তাঁর আন্তর্জাতিক জার্নালে সাতটি প্রকাশনাসহ মোট ১৬টি প্রকাশনা রয়েছে। তিনি স্কাউট কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস থেকে ‘মেডেল অব মেরিট’ পদক অর্জন করেন এবং তিনি তাঁর অধ্যয়নকালে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে বিভিন্ন মেয়াদে বৃত্তি লাভ করেন।
ড. মো. মুশফিকুর রহমান ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ড. মো. মুশফিকুর রহমানের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়। নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
এছাড়া তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ২০১৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্যাথলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
Array