বার্তা কক্ষ
31st Oct 2022 8:38 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন দুটি জারি করেছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো দুই পুলিশ কর্মকর্তা হলেন- ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম।
জনস্বার্থে এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে, গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে (এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তার দুই দিন আগে ১৬ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরি শেষ হওয়ার এক বছর আগে অবসরে পাঠানো হয়।
Array