জেলা প্রতিনিধি, নওগাঁ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, উন্নয়নের নামে দেশের মানুষের স্বাচ্ছন্দবোধে থাকার কথা থাকলেও দুর্ভিক্ষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। উন্নয়নের পেছনের পর্দায় লক্ষ-কোটি টাকার দুর্নীতি চলছে। সেই দুর্নীতি এখন দুর্ভিক্ষ হয়ে দরজায় দরজায় কড়া নাড়ছে।
রোববার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কিছু দিন আগে বলেছিলেন, দেশে ৪২-৪৫ বিলিয়ন ডলার রিজার্ভ আছে কিন্তু সেগুলো গেল কোথায়? উন্নয়নের নামে আপনি এত কিছু করলেন, তাহলে দুর্ভিক্ষের কথা আসছে কেন? দেশে উন্নয়ন হলে মানুষ সুখে-স্বাচ্ছন্দে থাকবে কিন্তু আসল কথা হলো উন্নয়নের পেছনে কোটি কোটি টাকার দুর্নীতির বাণিজ্য চলছে।
বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক নান্নু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র নজমুল হক সনি, বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা বাবুল প্রমুখ।
সম্মেলন শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। পরে ফজলে হুদা বাবুলকে সভাপতি ও আব্দুল হাদী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বদলগাছী উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।
Array