এফ.জে ওমর, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে পূর্বেই সিড্যা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশদের প্রেরণ করেন সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আব্দুল হাদী জিল্লু।
এরই পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত সিড্যা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা, দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ আবু বক্করের কাছে সরকারের বরাদ্দকৃত সাহায্যটি নিজের ব্যাক্তিগত মোটরযানে করে নিয়ে পৌঁছে দেন এই ইউপি চেয়ারম্যান।
সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আব্দুল হাদী জিল্লু ‘আজকালের বার্তাকে’ বলেন, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবা খান মহোদয়কে। আমার ইউনিয়নে ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা খুবই কম। আমি পূর্বেই হেল্প ডেস্ক বসিয়েছিলাম এবং বলেছিলাম যারা ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা যেন আমার সাথে যোগাযোগ করে।
তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ের পরবর্তীতে আমি এলাকায় গ্রাম পুলিশ পাঠিয়ে খবর নিয়েছি। এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করার চেষ্টা করেছি।
Array