ajkalerbarta
31st Oct 2022 11:06 am | অনলাইন সংস্করণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাবেক এই আমলা মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন।
সাবিহ উদ্দিন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার করা হয়েছিল। এক সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বও তিনি পালন করেছেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
Array