স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশালে ইলিশের জালে ধরা পড়ছে পাঙ্গাশ। নগরীর ইলিশ মোকাম পোর্ট রোডে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ শিকারে নেমে আশানুরূপ ইলিশ না মিললেও জেলেদের জালে ধরা পড়ছে বিশাল সাইজের পাঙ্গাশ। প্রতিটি জালে ১৫ থেকে ২০টি করে পাঙ্গাশ ধরা পড়েছে। যা প্রতিটি সর্বোচ্চ ২৫ কেজি থেকে সর্বনিম্ন ৫ কেজি ওজনের পাঙ্গাশ। তার সঙ্গে বড় বড় সাইজের ইলিশ থেকে শুরু করে জাটকা ইলিশও ধরা পড়ছে। শনিবার সকাল থেকে বরিশাল নগরীর ইলিশ মোকাম পোর্ট রোডে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। দীর্ঘদিন ইলিশ শিকার বন্ধ থাকায় পোর্ট রোডের শ্রমিকদের অলস সময় কাটাতে হয়েছে।
সেখান থেকে বের হয়ে ইলিশের সাইজ নির্ধারণ শুরু করে ট্রলার থেকে ইলিশ নামানো এবং মাপ দিয়ে তা বরফজাত করাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এরমধ্যে বড় বড় সাইজের পাঙ্গাশ সকলের চোখমুখে এনে দিয়েছে বাড়তি আনন্দ। মেঘনা নদীতে ইলিশ শিকার করে পোর্ট রোডে ট্রলার নিয়ে আসা জেলে মোজাম্মেল হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় পর পরই ট্রলার ছেড়ে নদীতে গিয়েছিলেন।
Array