• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজনৈতিক দল ‘মুসকিল লীগ’ থেকে ‘বেকার সমাজ’―নিবন্ধন চায় ৮০ দল! 

     বার্তা কক্ষ 
    30th Oct 2022 8:34 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার শেষ দিনে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেতে আবেদন করেছে প্রায় ৪০টি রাজনৈতিক দল। এ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির নিবন্ধন পেতে প্রায় ৮০টি নতুন রাজনৈতিক দল আবেদন জমা দিল। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা আজ সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    কমিশন সচিবালয়ের তথ্য অনুসারে, গতবার (একাদশ নির্বাচন) নিবন্ধনের জন্য আবেদন করেছিল ৭৬টি দল। এসব দলের মধ্যে একটিকেও নির্বাচন কমিশন নিবন্ধন না দিলেও পরে আদালতের নির্দেশে দুটি দল নিবন্ধন পায়। এবার তিন মাস সময় দিয়ে গত ২৬ মে আবেদনের বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। সে অনুযায়ী ২৯ আগস্ট ছিল আবেদনের শেষ সময়। পরে আরো দুই মাস বাড়িয়ে ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন সময় দেয় ইসি। গতকাল ছুটির দিন থাকায় আজ (৩০ অক্টোবর) আবেদন প্রক্রিয়া শেষ হয়।

    একটি শর্ত অপূর্ণ থাকলেও কোনো দল নিবন্ধন পাবে না জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোকে শতভাগ শর্ত পূরণ করতে হবে। একটি শর্তও যদি অপূর্ণ থাকে তবে নিবন্ধন পাবে না।

    মো. আলমগীর বলেন, আজ (রবিবার) শেষ দিন। এরপর আমরা কমিটি করে দেব। তারা যাচাই-বাছাই করবে। তারপর আমরা দেখে সিদ্ধান্ত দেব। শর্ত পূরণের ক্ষেত্রে ১ শতাংশ কম থাকলেও নিবন্ধন পাবে না। যেকোনো দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।

    জামায়াতের নেতারা বিভিন্ন নামে নিবন্ধনের আবেদন করেছে―এ তথ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা তো দেখিনি। আপনারাই (গণমাধ্যম) বলছেন। তবে যেকোনো দলের ক্ষেত্রেই শতভাগ শর্ত পূরণ করার বিষয়টি প্রযোজ্য হবে।’

    তিনি বলেন, ‘রোডম্যাপ অনুযায়ী মে মাসে আমরা নিবন্ধন দেওয়ার কাজ সমাপ্ত করব। মে মাসের শেষে যারা নিবন্ধন পাওয়ার যোগ্য তারা পাবে। যারা পাবে না তাদেরকেও জানিয়ে দেব যে, এই এই কারণে নিবন্ধন দেওয়া হলো না।’

    গতবার দল নিবন্ধনের জন্য ২০১৭ সালের ৩০ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। সময় দেওয়া হয়েছিল ওই বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে নিবন্ধন পেতে আবেদন করেছিল ৭৬টি রাজনৈতিক দল। সে সময় কে এম নূরুল হুদা কমিশন শর্ত পূরণ না হওয়ার কারণ দেখিয়ে সবগুলো দলের আবেদন বাতিল করে। পরে আদালতের আদেশে নিবন্ধন পায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও বাংলাদেশ কংগ্রেস।

    তার পাঁচ বছর আগে ২০১৩ সালে গণবিজ্ঞপ্তি জারি করলে ৪৩টি দল আবেদন করে। সে সময় কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সাংস্কৃতিক মুক্তিজোট, এই দুটি দলকে নিবন্ধন দেয়। এ দুই দলের মধ্যে বিএনএফের শর্তপূরণ নিয়ে প্রথম দিকে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা নেতিবাচক প্রতিবেদন দিলেও শেষ পর্যন্ত নানা বিতর্কের মধ্যে দলটিতে নিবন্ধন দেওয়া হয়।
    বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি। এ পর্যন্ত যে পাঁচ দলের নিবন্ধন বাতিল হয়েছে, সেগুলো হলো―বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ফ্রিডম পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

    এবার যেসব দলের আবেদন

    এবার যে ৮০টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে তারা হলো― নৈতিক সমাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি,  মুসকিল লীগ, নতুন বাংলা, বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), বাংলাদেশ ইত্যাদি পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক জোট (পিডিএ), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বৈরাবরী পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যান দল, বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ আমজনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রেসি মুভমেন্ট (বিডিএম), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, এবি পার্টি, সম্মিলিত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী  আন্দোলন (বিএনএম), বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল গ্রীন পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, গণ রাজনৈতিক জোট (গর্জো), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), নতুন ধারা বাংলাদেশ (এনডিবি), বাংলাদেশ হিন্দু লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ তৃণমুল কংগ্রেস, মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি, রাজনৈতিক আন্দোলন, বাংলাদেশ জনতার অধিকার পার্টি, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, যুব স্বেচ্ছাসেবক লীগ, ন্যাপ (ভাসানী), ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ), বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ মাইনরিটি পার্টি, বাংলাদেশ জাতীয় রক্ষা লীগ, বাংলাদেশ আওয়ামী পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, জনতার অধিকার পার্টি, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, জনস্বার্থে বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি, সাধারণ জনতা পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ মানবতাবাদী দল, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি, বাংলাদেশ এনভায়রনমেন্ট গ্রীন পার্টি, বাংলাদেশ গণ আজাদী লীগ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক দল, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, গণ অধিকার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ও যুব সমাজ পার্টি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2022
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31