কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন কবির (৪৪) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ তথ্য ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজের আলী।
শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর আদর্শপাড়ার ১৭৮-২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
হুমায়ুন কবির মিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুলতানপুর গ্রামের বাসিন্দা। তিনি এনজিও আশায় ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সোমেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।
Array