স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের লড়াই ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মহারণ। চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়া নিয়ে সবার বাড়তি আগ্রহ ছিল। কিন্তু দর্শকদের উন্মাদনায় জল ঢেলে দিয়েছে বেরসিক বৃষ্টি।
শুক্রবার (২৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নের এমসিজি (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরস্পরের মোকাবিলা করার কথা ছিল।
কিন্তু বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
এর আগে, একই ভেন্যুতে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার দিনের প্রথম ম্যাচও বৃষ্টিতে ভেসে যায়। ফলে এ ম্যাচেও দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়।
দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট অর্জন করে গ্রুপ-১ এ সবার ওপরে রয়েছে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডস তিন ম্যাচ খেলে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়া সমান ৩ পয়েন্ট পেলেও নেট রানরেটের অগ্রগামিতায় কিউইদের পরে রয়েছে ইংলিশরা। তাদের পরেই রয়েছে আইরিশরা। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলীয়রা রয়েছে চারে। অন্যদিকে, দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তিন ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে আফগানিস্তান।
এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোয় বৃষ্টির বাগড়া অন্যতম নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত টুর্নামেন্টের চারটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এছাড়া, অনেকগুলো ম্যাচই বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে।
Array