বার্তা কক্ষ
28th Oct 2022 10:52 pm | অনলাইন সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক কলহের জেরে তিন বছর সন্তানকে হত্যার এক বাবা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের শয়ন ঘর থেকে হায়দার মোল্লা (৩০) ও ছেলে জিশান মোল্লার (৩) মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে পুলিশের দাবি ছেলেকে বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ‘বাবা-ছেলের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসেছি। আমরা একটি সুইসাইড নোট উদ্ধার করেছি। ঘটনা তদন্ত সাপেক্ষ আরো বিস্তারিত জানা যাবে।’
Array