আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের “ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছা নেই” মন্তব্যের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, “যদি তার কোনো উদ্দেশ্যই না থাকে, তাহলে তিনি কেন এ বিষয়ে কথা বলছেন? কেন তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা নিয়ে কথা বলছেন?” এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে মস্কোয় দেওয়া এক বক্তব্যে পশ্চিমাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, “রাশিয়ার মিত্রদের মস্কোবিমুখ করতে চাচ্ছে পশ্চিমা দেশগুলো। এক্ষেত্রে সফলতা পেতে তারা পারমাণবিক হামলার ধোঁয়া তুলে ‘ব্ল্যাকমেইল’ করছে।”
তিনি আরও বলেছেন, “বিশ্বমোড়ল হিসেবে পশ্চিমাদের একক অধিপত্যের দিন শেষের পথে। গড়ে উঠছে নতুন একটি বিশ্বব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি হয়েছে।”
পুতিন ও অন্যান্য রাশিয়ান কর্মকর্তারা সম্প্রতি দাবি করে আসছেন, রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে প্রয়োজনে তাদের হাতে থাকা “সব কিছু” ব্যবহার করা হবে। বিশ্লেষকদের অনেকের ভাষ্যমতে, এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন তারা। আর সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ক্রেমলিনের এসব বক্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা।
সিএনএন-এ এর আগে একটি সাক্ষাত্কারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছিলেন, “রাশিয়া একটি তথাকথিত নোংরা বোমার ব্যবহার বিবেচনা করছে। ইউক্রেনকে দোষারোপ করার অজুহাত তৈরি করছে।”
পুতিনের অভিযোগ সম্পর্কে কিরবি বলেন, “তারা (রুশরা) নিজেরা যা করছে বা করতে চলেছে তার জন্য তারা প্রায়শই অন্যদের দোষ দেয়। তাই আমাদের এটিকে গুরুত্ব সহকারে নিতে হবে।”
Array