বিনোদনের অংশ হিসেবে সর্বোচ্চ ৩০ গ্রাম গাঁজা কিনতে পারবেন প্রাপ্ত বয়স্করা। গাঁজাকে বৈধকরণ পরিকল্পনার অংশ হিসেবে এ অনুমোদন দেওয়া হয়।
সম্প্রতি জার্মানির একটি সরকারি নথির বরাতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
এছাড়া একাধিক ব্রিটিশ গনমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার রাষ্ট্রের লাইসেন্স প্রাপ্ত এবং নিয়ন্ত্রিত পন্থায় গাঁজার বাণিজ্যিক চাষ ও বিক্রয় করার প্রস্তাব করেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। সেই প্রস্তাব অনুমোদন করেছে জার্মানির মন্ত্রিসভা।সীমিত পরিমাণে গাঁজা কেনার অনুমোদনের মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধ ও কালো বাজারিদের তৎপরতা কমানোর লক্ষ্যেই কাজ করছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। তারা মাত্রা এক ব্যক্তির ক্ষেত্রে ৩০ গ্রাম গাঁজা কেনার অনুমোদন দেবে। তবে এটি আগের প্রস্তাব থেকে বেশি পরিমাণ রয়েছে।
পরবর্তীতে ২১ বছরের তরুণদের মাঝে গাঁজার কেমিক্যাল সীমিত করতে ক্ষমতাসীন জোট সরকার এ পরিকল্পনা হাতে নেয়। এতে জার্মানির গাঁজা শিল্পে এক সম্ভাবনা সৃষ্টি হবে। এছাড়া গাঁজা কেনার অনুমোদনের কারণে রাষ্ট্রীয় কর বাড়বে। তবে বিশেষ দোকানগুলোতেই কেবল গাঁজা বিক্রি করা হবে।
Array