মোঃ আতাউর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোর জেলার বাগাতিপাড়ায় শিক্ষক দিবস- ২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ ২৭শে অক্টোবর ( বৃহস্পতিবার) সকাল ১১ টা সময় উপজেলা চত্বর থেকে শিক্ষক দিবস উপলক্ষে র্যালী বের হয়ে অডিটোরিয়াম গিয়ে শেষ হয়। তারপর অডিটোরিয়াম রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১ ( লালপুর – বাগাতিপাড়ার) আসনের সাংসদ মোঃ শহিদুল ইসলাম বকুল।
প্রধান অতিথি বলেন শিক্ষকদের তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করলে জাতি আরও উন্নতি সাধন করবে। সরকার শিক্ষক সমাজের বিভিন্ন দাবির প্রতি শ্রদ্ধাশীল বেতন, বৈশাখী ভাতা,ইনক্রিমেন্ট দিয়েছে।
সামনে সরকার শিক্ষকদের চাকরি কিভাবে জাতীয়করণ করা যায় সেসব কথা চিন্তা করছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব,একাডেমি ভবন নির্মাণ করছে,যেন আগামী প্রজন্ম নতুন কিছু শিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করতে পারে। শিক্ষক দিবস- ২০২২ আজকের প্রতিপাদ্য বিষয় ছিল” শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্হা রুপান্তর শুরু” কারন শিক্ষকদের দ্বারা ছাত্র ছাত্রীরা তাদের মেধা দিয়ে রুপান্তরের মাধ্যমে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সাজেদুর রহমান,বাগাতিপাড়া সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার আহমদ বাবর,মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব,বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, মোছাঃ জান্নাতুল ফেরদৌস সহকারী শিক্ষক পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা, মোঃ মোয়ারুজ্জামান সহকারী শিক্ষক পেড়াবাড়িয়া মডেল প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালন করে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের হাতে এমপি মহাদয় ক্রেষ্ট তুলে দেন।
উল্লেখ্য ১৯৯৫ সাল থেকে ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। কিন্তু আমাদের দেশে সরকার ২৭শে অক্টোবর শিক্ষক দিবস পালনের ঘোষণা দিয়েছে।
Array