জামালপুর প্রতিনিধি: জামালপুরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭সে অক্টোবর) সকালে জামালপুর জেলার শিক্ষা পরিবারের সবাইকে নিয়ে শিক্ষক দিবস ২০২২ পালিত হয়। এসময় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে শিক্ষকদের র্যালী শুরু হয়ে শহরে বিভিন্ন সড়ক হয়ে বকুলতলা চত্তরে এসে শেষ হয় এবং উক্ত স্থানেই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস পালনের আহবায়ক প্রফেসর হারুন অর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুরের পৌর মেয়র মোঃ ছানুয়ার হোসেন ছানু,জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা,উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন,শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিক্ষক নেতা তালেব আলী,জামালপুর জেলা স্কুলের শিক্ষক আব্দুল জলিল,তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ।
এ সময় বক্তরা রাষ্টীয়ভাবে শিক্ষক দিবস পালনের সিদ্ধান্তকে স্বাগত জানায়।বক্তরা বলেন শিক্ষক কর্মচারীদের উন্নতি হলেই শিক্ষার উন্নয়ন হবে।শিক্ষক কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের আহবান জানায়।শিক্ষক ও কর্মচারী নেতারা বলেন সরকার অতিদ্রূতই শিক্ষক কর্মচারীদের সকল ধরনের সমস্যা নিরোসন করবেন বলে আশা প্রকাশ করেন।
এছাড়াও দ্রব্যমূল্য অর্ধগতির এই বাজারে বেতন ভাতা বাড়ানোর দাবি ও জানান। সমাবেশে শত শত শিক্ষক কর্মচারী অংশগ্রহন করেন।
Array