এফ.জে ওমর, শরীয়তপুর: একজন জনবান্ধব বহুল প্রশংসিত ও মানবিক ওসি শরীফ আহমেদ এর বিদায়ে হৃদয়ে দোলা দেবে অনেক দিন। আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে কোন এক পড়ন্ত বিকেলের শেষ সময়টুকু পেরিয়ে সন্ধারলগ্নে শরীয়তপুরের ডামুড্যা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শরীফ আহমেদ যাত্রা শুরু করেছিলেন।
মহামারী করোনাকালীন সময়ে যাত্রা শুরু করেও প্রথম থেকেই তিনি গণমানুষের দৃষ্টিকাড়তে সক্ষম হয়েছিলেন। করোনার বিধিনিষেধ পালনে জনগণকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের দোরগোড়ায় ছুটে গিয়ে এক উদার মানবিক ভালো মনের মানুষের পরিচয় দেন।
সমাজের প্রতিটি শ্রেনী পেশার মানুষের সাথে তার গড়ে উঠেছিল হৃদ্যতাপূর্ণ চমকপ্রদ সম্পর্ক। মানুষ কে সেবা দিয়ে ভালবাসা দিয়ে আপন করে নেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। সকলের জন্য তার দরজা ছিল উম্মুক্ত।
ডামুড্যার মাটি ও মানুষের কল্যাণে অহর্নিশি কাজ করে দিনে দিনে তিনি হয়ে উঠেছিলেন সর্বজনবিদীত বহুল প্রশংশিত অফিসার ইনচার্জ।
শিক্ষক পরিবারে জন্ম নেয়া ওসি শরীফ আহমেদ ছিলেন আপাদমস্তক একজন শিক্ষা বান্ধব ব্যক্তিত্ব। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে তিনি নিরন্তর ছুটে চলে গেছেন এক শিক্ষাঙ্গন থেকে আরেক শিক্ষাঙ্গনে। শতসহস্র শিক্ষার্থীরা দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ওসির কন্ঠে কন্ঠ মিলাতো।
উল্লেখ্য শিক্ষাঙ্গনে বাল্যবিবাহ, ইভটিজিং, যৌন নিপিড়ন, মাদক বিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে, বিভিন্ন প্রোগ্রাম হাতে নিতের যেমন, পুলিশ -শিক্ষার্থী বন্ধু সভা, ‘পুলিশ- শিক্ষক-শিক্ষার্থী বন্ধুসভা ‘ পুলিশ -শিক্ষার্থী রাউন্ড টেবিল কনফারেন্স সহ বিভিন্ন ব্যতিক্রম ধারার জনপ্রিয় কর্মসূচী গ্রহণ করে জনসচেতনতা সৃষ্টি করে ডামুড্যা জনপদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে গেছেন গুরুত্বপূর্ণ ভুমিকা। সামাজিক সম্প্রীতি সুরক্ষা করে নিরাপদ সমাজ বিনির্মানে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক করে মানুষের মাঝে বিপুল আস্থার জায়গা তৈরি করে নিয়েছেন। প্রতিটি ইউনিয়নে শান্তি সম্প্রীতি সমাবেশ করে এবং শুক্রবারে জুমার নামাজে মসজিদে মসজিদে গিয়ে মসজিদ ভিত্তিক গণসচেতনতা মুলক বক্তব্য কার্যক্রম পরিচালনা করে ঢাকা রেঞ্জে ও শ্রেষ্ঠত্বের আসন অলংকৃত করেছিলেন ডামুড্যা জনপদের মানুষের কাছে বহুল জনপ্রিয় এই ওসি শরীফ আহমেদ।
তাছাড়া বেদে পল্লীর শিশুদের জন্য ঈদ উপহার হিসেবে নতুন জামাকাপড় নিয়ে বেদে পল্লীতে গিয়ে হাজির হতেন তিনি । বেদে শিশুরা ঈদের নতুন জামাকাপড় পেয়ে খুশিতে মাতোয়ারা হতেন। ওসি শরীফ আহমেদ এর বিদায়ে ডামুড্যাবাসী হারালো একজন মানবিক, চৌকস, দক্ষ পুলিশ কর্মকর্তা কে। বহুদিন ডামুড্যাবাসী তাদের
আপনজন হিসেবে ওসি শরীফ আহমেদকে মনে রাখবে।
তার বিদায়, সকালের কামনা ভালো থাকুক ওসি শরীফ আহমেদ।
Array