স্বাস্থ্যখাত চিকিৎসা দিতে পারে, কিন্তু মশা মারার কাজ স্বাস্থ্য খাতের নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার ঢাকার ধানমণ্ডিতে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও ইন্সটিটিউটের মিলনায়তনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা ও মাল্টিপারপাস ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো হাত থাকে না। স্বাস্থ্যখাত চিকিৎসা দিতে পারে, কিন্তু মশা মারার কাজ স্বাস্থ্য খাতের নয়।
তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে দ্রুততম সময়ে ঢাকার ডিএনসিসি হাসপাতালের ৫০০ বেড এবং বিএসএমএমইউ-এর নবনির্মিত ফিল্ড হাসপাতালের ৪০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। লাগলে আরও বাড়ানো হবে।
মশা কমাতে জনগণকে সচেতন হওয়ার আহ্বার জানিয়ে মন্ত্রী বলেন, রাতে ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমাতে হবে এবং বাসা-বাড়ি পরিচ্ছিন্ন রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মুহ. আনোয়ার হোসেন হাওলাদার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, জাতীয় অধ্যাপক মাহমুদ হাসান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও ইন্সটিটিউটের পরিচালক ডা. গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।
Array