স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার সকাল ৯টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
টাইগাররা টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারায়।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিত জয়ের দুয়ারে থেকেও বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট হারায়।
কাজেই দুই দলের চাওয়া জয়। বাংলাদেশ জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। সেমিফাইনালে খেলতে হলে জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের।
অতীত সমীকরণের দিক থেকে বাংলাদেশের তুলনায় একধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ফরম্যাটে অতীতের ৭ বারের সাক্ষাতে প্রোটিয়াদের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: টিম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিলি রুশো, এইডেন মার্কওরাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিচ নর্টজে ও লুঙ্গি এনগিডি।
Array