আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ায় অজগরের পেট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির জাম্বি প্রদেশে ওই নারীকে হত্যার পর তাকে গিলে ফেলে অজগরটি।
খবরে বলা হয়, জারাহ (৫০) নামের নিহত ওই নারী ছিলেন এক রাবার বাগানের শ্রমিক। রবিবার কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার পরেই সে নিখোঁজ হয়। পরদিন গ্রামবাসী বড় পেটের একটি অজগর দেখতে পান। পরে তারা অজগরকে মেরে ওই নারীর মরদেহ উদ্ধার করেন।
বেতারা জাম্বি পুলিশের প্রধান একেপিএস হারেফা স্থানীয় গণমাধ্যমে বলেন, ভুক্তভোগী ওই নারীর মরদেহ ছিল অজগরের পেটে। তার মরদেহের বেশিরভাগ অংশই অক্ষত ছিল।
এই পুলিশ কর্মকর্তা জানান, রবিবার রাতে ওই নারীর স্বামী তার স্ত্রীর কাপড় এবং কাজ করার যন্ত্র খুঁজে পান। সোমবার ১৬ ফুট দৈর্ঘ্যের অজগরটিকে দেখা যায়।
এমন ঘটনা বিরল হলেও অজগরের আস্ত মানুষ গিলে ফেলার ঘটনা ইন্দোনেশিয়ায় এই প্রথম নয়। ২০১৭ ও ২০১৮ সালেও দেশটিতে এমন ঘটনা ঘটেছে।
অজগর তাদের খাবার পুরোটাই গিলে খায়। অজগরের চোয়ালগুলো খুব নমনীয় লিগামেন্ট দ্বারা সংযুক্ত থাকায় সেটি তারা অনেক প্রসারিত করতে পারে।
সাপ কীভাবে একটি মানুষকে গিলে খায়?
বিবিসি বলছে, অজগর তাদের খাবার পুরোটাই গিলে খায়। তাদের চোয়ালগুলো খুব নমনীয় লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। এ কারণে তারা বড় শিকারের চারপাশে চোয়াল প্রসারিত করতে পারে।
একজন বিশেষজ্ঞের বরাতে বিবিসি বলছে, অজগর সাধারণত ইঁদুর ও অন্যান্য প্রাণী খায়। তবে একটা বয়সে গিয়ে তারা আর ইঁদুর খেতে পছন্দ করে না।
সিঙ্গাপুরের বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণা কর্মকর্তা মেরি-রুথ লো বলেন, মূলত তারা তাদের শিকারের মতো বড় হতে পারে।
এতে শূকর বা এমনকি গরুর মতো বড় প্রাণীও অন্তর্ভুক্ত থাকতে পারে।
Array