ajkalerbarta
25th Oct 2022 12:42 pm | অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দেশের বিভিন্ন জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এতে উপকূলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাতের প্রথম ভাগে আঘাত হানা ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার মধ্যরাতের দিকে সিত্রাংয়ের কেন্দ্র উপকূল অতিক্রম করে। এখন এটি দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সারাদেশে এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় একই পরিবারের ৩ জন, ভোলায় ২ জন, সিরাজগঞ্জে ২ জন এবং নড়াইল এবং বরগুনায় একজন করে মারা গেছেন।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার (২৫ অক্টোবর) বন্ধ ঘোষণা করেছে সরকার।
Array