শিশু সন্তানের গেমস আসক্তিতে চিন্তায় থাকেন অনেক বাবা-মা। মনে করেন, এতে করে শিশুর বুদ্ধি লোপ পায়, এমনকি একগুঁয়েও হয়ে পড়ে।
তবে বিজ্ঞানীরা বলছেন উল্টো কথা। নতুন এক গবেষণায় বলা হয়েছে, “ভিডিও গেম শিশুদের আরও বেশি বুদ্ধিদীপ্ত করে তোলে।”
সোমবার (২৪ অক্টোবর) জামা নেটওয়ার্ক ওপেনে প্রকাশিত একটি মার্কিন গবেষণায় এ কথা জানানো হয়েছে।
ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক বাদের চারানি বলেন, “অনেক গেমস রয়েছে যা মস্তিষ্ক ব্যবহার করেই খেলতে হয়। এগুলো আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। এজন্যই আমি আগ্রহী হই।”
নতুন গবেষণায় চারানি ও তার সহযোগীরা শিশুদের মস্তিস্কের বিভিন্ন বিষয়কে বিশ্লেষণ করেছেন।
এতে নয়-দশ বছর বয়সী প্রায় ২ হাজার শিশুর মস্তিষ্কের চিত্র দেখা হয়। এদের দুইটি ভাগ করা হয়। এক পক্ষে যারা কখনও গেম খেলেননি ও আরেক পক্ষে যারা দিনে তিন ঘন্টা বা তার বেশি গেম খেলেন তাদের রাখা হয়।
তাদের দুইটি কাজ দেওয়া হয়। প্রথমটিতে কিছু দিক নির্দেশক চিহ্ন রাখা হয়। সেখানে শিশুদের ডান ও বাম তীর টিপতে বলা হয়। এছাড়া তাদের আবেগকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে সেজন্য থামার সংকেত দেওয়া হয়, তবে বলা হয় এতে কোনো চাপ না দিতে।
দ্বিতীয়টিতে কিছু মানুষের চেহারা দেখিয়ে জানতে চাওয়া হয়, তাদের প্রথম কাজের পরীক্ষার ভিত্তিতে পরবর্তীতে দেখানো ছবি মিলেছে কি না।
“অভিভাবকদের আয়, আইকিউ ও মানসিক স্বাস্থ্যের লক্ষণের মতো বিষয় মিলিয়ে গবেষকরা দেখতে পারেন, ভিডিও গেমাররা উভয় কাজেই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছে।”
“শিশুরা যখন কাজ করছিল, ওই একই সময় শিশুদের মস্তিষ্ক ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এফএমআরআই) ব্যবহার করে স্ক্যান করা হয়েছিল। ভিডিও গেমারদের মস্তিষ্ক মনোযোগ ও স্মৃতির সাথে যুক্ত স্থানগুলোতে বেশি সক্রিয় ছিল।
লেখকরা তাদের গবেষণাপত্রে বলেন, “এই ফলগুলো ভিডিও গেমিং খেলা শিশুদের মস্তিষ্ক আরও বেশি কাজ করতে পারে সেটাই প্রমাণ করেছে।”
চারানি বলেন, “আমরা এই গবেষণা চালিয়ে যাচ্ছি। সামনে হয়তো আরও ভালো ফলাফল পাওয়া যাবে।”
তার মতে, “এই গবেষণায় শিশুদের বাড়ির পরিবেশ, ব্যায়াম ও ঘুমের গুণমান বিবেচনায় আনার বিষয়কে কিছুটা হলেও দূরে রাখবে।”
“ভবিষ্যতের অধ্যয়নে শিশুরা কোন ধরণের গেম খেলছে আর কোনটায় উপকার সেটি প্রকাশ করবে।”
চারানি বলেন, “অতিরিক্ত মুঠোফোন ব্যবহার সামগ্রিক মানসিক স্বাস্থ্য ও শারীরিক কার্যকলাপের জন্য খারাপ।”
Array