ajkalerbarta
24th Oct 2022 5:41 pm | অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারনে গতকাল রোববার থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এই বৃষ্টির কারণে আজ সোমবার সকাল থেকেই সীমাহীন দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ।
আজ সকাল থেকেই বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর অনেক এলাকার রাস্তা। কোনো কোনো সড়কে পানি জমে যায়। ফলে কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে অনেকেই বিপাকে পড়েন। বৃষ্টি মাথায় নিয়ে কর্মজীবীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বাসা থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে পড়ে। অনেকে বৃষ্টি উপেক্ষা করে ভিজে শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। আবার কাউকে কাউকে বাসায় ফিরে যেতে দেখা যায়। বৃষ্টির কারণে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকের আজ অতিরিক্ত ভাড়া চাইছিলেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
Array