এফ.জে ওমর, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বাতাস প্রবাহিত হচ্ছে। এতে চলাচলের রাস্তায় গাছের ডালপালা ভেঙ্গে পড়েছে।
রাস্তায় ডাল ভেঙ্গে পড়ার খবর পেয়ে ছুটে যান ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। তিনি নিজেই গাছের ডাল কেটে রাস্তা চলাচলের উপযোগী করে তুলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘূর্ণিঝড়ে চলাচলের রাস্তায় গাছ পড়ে চলাচল বাধাগ্রস্ত হলে গাছ কেটে সরিয়ে নিন। বড় গাছ হলে ফায়ার সার্ভিস ও উপজেলা নির্বাহী অফিসার কে ফোন দিন।
এই দিকে উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এতে সাগর প্রবল বিক্ষুব্ধ হয়ে ওঠায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া নৌবন্দরে ৩ নম্বর নৌ-বিপদ সংকেত দেখাতে বলেছে।
Array