স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবর লেকের পাড় থেকে শাহাদত হোসেন মজুমদার (৫১) নামের এক প্রকৌশলীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে লেকের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহাদত হোসেন পরিবারের সঙ্গে কলাবাগান এলাকায় থাকতেন।
আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন।
নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি।
নিহতের বড় ভাই মোতালেব হোসেন জানান, তার ভাই কলাবাগানের বাসা থেকে রাতে নিয়মিত রবীন্দ্র সরোবর লেক পাড়ে হাঁটতে যান। গতকাল রাত সাড়ে আটটার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ না পেয়ে ধানমন্ডি থানা যোগাযোগ করা হয়।
পরে জানা যায়, ধানমন্ডি থানা পুলিশ লেকের পার থেকে তার ছোট ভাইয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।
নিহতের বড় ভাই জানান, শাহাদত হোসেন একটি বিদেশি জাহাজ কোম্পানিতে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন।
Array