ইউক্রেনে অবস্থানরত তার নাগরিকদের দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে ইরান। ইরান ইউক্রেনে ব্যবহার করার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর এমন দাবির মধ্যে তেহরান ও কিয়েভের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরমধ্যেই ইরানের তলফ থেকে এই ঘোষণা এলো।
আজ শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বর্তমানে ইউক্রেনে থাকা সমস্ত ইরানি নাগরিকদের নিজের নিরাপত্তার জন্য যুদ্ধবিধ্বস্ত দেশ ত্যাগ করা উচিত। একই সঙ্গে ইরানি তার নাগরিকদের সামরিক উত্তেজনা এবং ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণে দেশটিতে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের ইরানি নাগরিকদের শান্ত থাকতে এবং প্রয়োজনে কিয়েভে দেশটির দূতাবাসে যোগাযোগ করতে।
এদিকে ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাতে মস্কোর বাহিনীকে সাহায্য করতে ইরানি সামরিকবাহিনীর ড্রোন–বিশেষজ্ঞরা রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় অবস্থান করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, আমরা মূল্যায়ন করছি যে ইরানের সামরিক কর্মীরা ক্রিমিয়ায় অবস্থান করছে এবং এই অভিযানে রাশিয়াকে সহায়তা করেছিল।
কিরবি বলেন, ক্রিমিয়ার ইরানিরা প্রশিক্ষক এবং প্রযুক্তি সহায়তা কর্মী ছিল এবং রাশিয়ানরা ড্রোন চালাচ্ছিল, যা ইউক্রেনের অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি করেছে।
এদিকে বুধবার, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ক্রোয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী, গর্ডান গ্রিলিক রাডম্যানকে বলেছেন যে তেহরান যুদ্ধের বিরোধিতা করে এবং ইউক্রেনের যে কোনো যুদ্ধরত পক্ষকে অস্ত্র প্রদান থেকে বিরত রয়েছে।
অন্যদিকে পোল্যান্ডের প্রেসিডেন্টের সাথে একটি পৃথক কলে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন যে তার প্রশাসন উত্তেজনাপূর্ণ যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক চ্যানেল সহ তার সমস্ত ক্ষমতা ব্যবহার করবে।
সূত্র: আনাদোলু
Array