ajkalerbarta
21st Oct 2022 9:47 pm | অনলাইন সংস্করণ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করতে গিয়ে রানওয়েতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে গিয়েছে। উড়োজাহাজটিতে ১১০ জন যাত্রী ছিল। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় এক ঘণ্টা ধরে রানওয়েতে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ার ঘটনাটি ঘটে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ‘শুক্রবার বিকালে ইউএস-বাংলার একটি ফ্লাইট নামার সময় চাকা ফেটে যায়। এক ঘণ্টার মধ্যেই বিমানটি রানওয়ে থেকে সরানো হয়।’
তবে এ ঘটনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যেগুলোর কোনোটিরই ফ্লাইট দেরি হয়নি বলেও জানান তিনি।
Array