চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার যুক্ত হয়েছে ১ ডজন ক্যাঙ্গারু ও লামা। নেদারল্যান্ড থেকে আমদানি করা এসব পশু আজ শুক্রবার সকালে চট্টগ্রামে এসে পৌঁছে। পরে সকাল ১০টার দিকে তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।
কিউরেটর শাহাদাত হোসেন বলেন, ক্যাঙ্গারু ও লামা এ দুই প্রজাতির প্রাণী চট্টগ্রাম চিড়িয়াখানায় এতদিন ছিল না। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু। এদের কেবল অস্ট্রেলিয়া ও প্রতিবেশী দ্বীপগুলোয় দেখা যায়। লামা উটজাতীয় প্রাণী।
তিনি বলেন, ছয়টি ক্যাঙ্গারু ও ছয়টি লামা আনা হয়েছে। এ দুই শ্রেণির প্রাণী বাংলাদেশের আবহাওয়ার উপযোগী। ক্যাঙ্গারু আগে থেকেই ঢাকা চিড়িয়াখানায় ছিল। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬৮ প্রজাতির পশু–পাখি রয়েছে।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, নেদারল্যান্ড থেকে ছয়টি ক্যাঙ্গারু এবং ছয়টি লামা আনা হয়। ছয়টি ক্যাঙ্গারুর মধ্যে দুটি প্রাপ্তবয়স্ক। অন্যগুলো বাচ্চা। ক্যাঙ্গারুর মধ্যে দুটি পুরুষ। একইভাবে ছয়টি লামার মধ্যে দুটি পুরুষ প্রজাতির।
প্রাণীগুলো গতকাল বৃহস্পতিবার রাতে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। সেখান থেকে রাতে সড়কপথে বিশেষভাবে চট্টগ্রাম নেওয়া হয়। শুক্রবার সকালে চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছে।
Array