বার্তা কক্ষ
21st Oct 2022 10:32 pm | অনলাইন সংস্করণ
আতাউর রহমান, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরের ঐতিহ্যবাহী গোপালপুর ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন বাবুল আকতার।
শুক্রবার (২১শে অক্টোবর) বিকেলে তিনি এই নিয়োগ পান।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদস্য সচিব আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান নিয়োগ বোর্ডের সকল নিয়ম কানুন মেনে আট জন প্রার্থীর মধ্যে বাবুল আকতারকে মনোনীত করে নিয়োগ বোর্ড।
উল্লেখ্য গত ১৯শে জুন গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের আকস্মিক মৃত্যুতে অধ্যক্ষ পদটি শুন্য হয়।নতুন নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ বাবুল আকতার আগে তমালতলা কৃষি ও কারিগরি কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস বিষয়ে এমএ পাশ করেন।
Array