বার্তা কক্ষ
20th Oct 2022 12:01 pm | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের ট্রাক চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে লালপুর শ্রীসুন্দরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি শামসুল আরেফিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে লালপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাক থাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Array