বরিশাল ব্যুরো প্রতিনিধি:
চুরি করতে গিয়ে দোকানে আটকা পড়েন চোর। উপায় না পেয়ে সাহায্য চান জাতীয় সহায়তা কেন্দ্রে। ৯৯৯-এ ফোন করে উদ্ধারের কথা জানান। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর থানার চর কাউয়া ইউনিয়নে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
ব্যক্তিটির নাম ইয়াসিন খা (৪১)। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা হলেও বরিশাল নগরীর কালুশাহ সড়কের একটি ভাড়া বাসায় থাকেন।
বরিশাল বন্দর থানার ওসি বলেন, “ধরা পড়ে স্থানীয়দের মারধরের ভয়ে ইয়াসিন ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ একটি দোকানের মধ্য থেকে তাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি পেশায় একজন চোর।”
ওসি আরও বলেন, “ভোরে জরুরি সেবা থেকে আমাদের কাছে তথ্য আসে চর কাউয়া ইউনিয়নের এআর খান বাজার এলাকায় বিপদে পড়েছেন এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে তার মোবাইল নম্বরে কল করে জানা যায় তিনি ঝন্টু মিয়ার দোকানের ভেতরে আছেন।”
দোকান থেকে বের হতে তার অসুবিধা কোথায় জানতে চাইলে ইয়াসিন পুলিশ সদস্যদের বলেন, “চুরির মালামাল গুছিয়ে ব্যাগ ভর্তি করতে তার বেশি সময় লেগে যায়। সকাল হওয়ায় লোকজন দোকানের পাশে অবস্থান করছিল। এ অবস্থায় সেখান থেকে বের হলে মারধরের শিকার হতে হবে। তাই বুদ্ধি করে ৯৯৯ নম্বরে কল করেছি।”
Array