বার্তা কক্ষ
19th Oct 2022 6:30 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ নবির মধ্যে ইঁদুর দৌড় চলছে। তিন সপ্তাহ ব্যবধানে আবারও আফগান অলরাউন্ডারকে পেছনে ফেলে শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশ দলপতি।
র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ আজ বুধবার প্রকাশ করেছে আইসিসি। মোহাম্মদ নবিকে টপকে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফলে এক ধাপ নিচে নেমে দুই আছেন মোহাম্মদ নবি।
শীর্ষস্থান হারালেন সাকিব
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে অর্ধশতক করেন সাকিব। ফলে তার রেটিং পয়েন্ট বেড়ে হয় ২৬৬। আর সাকিবের চেয়ে ২০ পয়েন্ট কম নিয়ে ২৪৬ পয়েন্ট দ্বিতীয় স্থানে আছেন আফগান অলরাউন্ডার।