বার্তা কক্ষ
18th Oct 2022 5:13 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আবেদন করেন তিনি।
মামলার আবেদনে বলা হয়েছে, “গত ৭ অক্টোবর আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।”
এই ঘটনায় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ৮ অক্টোবর ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ছাত্র অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেনসহ ২৪ নেতাকর্মীর নামে মামলা করেন। সেই মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় এবার ছাত্র অধিকার পরিষদের সভাপতি মামলা করলেন।
Array