ডেস্ক রিপোর্ট:
প্রয়াত আইয়ুব বাচ্চুর সঙ্গে এলআরবি’র গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদের সাথে কথোপকথন। আইয়ুব বাচ্চুর চলে যাবার ৪ বছর হয়ে গেল। এদেশের অগণিত ভক্ত ও অনুরাগীদের যিনি নিজের গানে মোহাবিষ্ট করে রেখেছেন। গিটার যাদুতে, নিজের সুরের সমৃদ্ধিতে অনেক নবাগতকে তারকা বানিয়েছেন। আজ আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কথা বলেছেন তারই ছায়াসঙ্গী, এলআরবি’র গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ। সম্প্রতি আইয়ুব বাচ্চুর স্মরণে একটি অনুষ্ঠানের কথপোকথনে অংশ নেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন তানভীর তারেক
- কেমন আছেন ?
ভাল আছি। এটাই তো বলে মানুষ। আমিও বেঁচে আছি। তবে প্রতিদিন মানুষটাকে মিস করি। আইয়ুব বাচ্চু আমাকে আচ্ছন্ন করে রাখে প্রতিদিন। তার এভাবে চলে যাবার পর যে হাহাকার তৈরি হয়েছে। তা নিয়েই বেঁচে আছি।
- আইয়ুব বাচ্চুর সাথে তো আপনার অনেক স্মৃতি। অনেকটা সময় পার করেছেন। একটা স্মৃতির কথা বলেন।
বাচ্চু ভাইয়ের অগণিত সুর, গান কিন্তু এখনও এবি কিচেনের হার্ডডিস্কে রয়ে গেছে। যেগুলো এখন এবি ফাউন্ডেশনে সংরক্ষিত। এমনও হয়েছে ঈদ বা কোনো উত্সবের সময়। আইয়ুব বাচ্চুর গান প্রডিউসার চাইছেন। কিন্তু স্টেজ শোসহ অন্যান্য অনেক কাজ তখন বাচ্চু ভাইয়ের। তাই রেকর্ডিং এ বসার সময়টা করতে পারছেন না। আমি বাচ্চু ভাইকে তখন তার বিভিন্ন সময় করা অর্ধেক কাজের প্রজেক্ট গুলো বের করে দিতাম। তিনিও অবাক হতেন! এরপর সেই গানটির বাকি কাজ শেষ করে জমা দিতেন। এভাবে করা হিট গান আছে অনেক। কারণ তিনি ঐ প্রজেক্ট পুরোপুরি ফেলে দিতে বলেছিলেন। এরকম করে আমি প্রায় প্রতিটি কাজ সংরক্ষণ করতাম।
- এই যে এলআরবি’র কার্যক্রম বন্ধ। বা আইয়ুব বাচ্চু চলে যাবার পর তো আপনি নিজেও একটা সংকটে পড়েছেন। সেটাকে কিভাবে সামাল দিলেন?
দেখুন এটার একটা ব্যাখ্যা আমার কাছে আছে। আমি মাসুদ আগে গিটার বাজাতাম। গিটার শেখাতাম। সেই চেনা জানার গণ্ডিটা ছিল খুব সীমিত। এরপর আমার বাজানো ভাল লাগলো বসের। আমার জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো। আজকের এই মাসুদকে কিন্তু আইয়ুব বাচ্চু তৈরি করেছেন। তাই আইয়ুব বাচ্চু’র প্রতি আমার কৃতজ্ঞতা আজীবনের।
- এই কারণেই কি আর অন্য কোনো ব্যান্ডে জয়েন করলেন না ?
এই কৃতজ্ঞতার তো একটা কারণ রয়েছেই। তার পাশাপাশি এটাও তো ঠিক আমি দেশের সবচেয়ে বড় ব্যান্ড দলটির সদস্য ছিলাম। এখন কেউ প্রেসিডেন্ট থেকে কি মেম্বার ইলেকশনে নাম লেখাতে চাইবে?
আইয়ুব বাচ্চু’র গানের মেধাস্বত্ত্ব সংগ্রহের ক্ষেত্রে পরিবারের সাথে আপনার তাগিদ উল্লেখ করার মতো। এর আপডেট সম্পর্কে জানতে চাইছি—
আইয়ুব বাচ্চু’র এত এত জনপ্রিয় গানই তো তাঁর সম্পদ। সেগুলোর সবকটি প্লাটফর্মে সুরক্ষাটাই এখন আমাদের মূল কাজ। এক্ষেত্রে গণমাধ্যমকর্মী যারা বসের খুব কাছের মানুষ ছিলেন তাদের সহযোগিতা খুবই প্রয়োজন। বিশেষ করে বিভিন্ন টিভি চ্যানেলে আইয়ুব বাচ্চু’র পারফর্মেন্সের হাজার হাজার ফুটেজ ও লাইভ গান রয়েছে। এগুলোর ডিজিটাল রাইটস নিয়ে কোনো চুক্তি ছাড়াই তারা এখন প্রচার করছেন। সেক্ষেত্রে এর সবকিছুই আমি চাইব যাতে নীতিমালা অনুযায়ী শিল্পীর মেধাস্বত্ত্ব থেকেই তার নিয়ন্ত্রিত। আমরা একারণেই সবকটি চ্যানেলের সাথে কথা বলেছি এবং কাজ চালিয়ে যাচ্ছি। আর পারিবারিক ভাবে, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে অথবা আইয়ুব বাচ্চু’র অগণিত ভক্তরা প্রতিনিয়ত তার প্রিয় শিল্পীর জন্য কাজ করে যাচ্ছেন। পরিবার থেকে মিলাদ, এতিমদের সহযোগিতা, আমি নিজে ব্যক্তি উদ্যোগে মিলাদসহ রীতি রেয়াজগুলো পালন করি।
- শেষে প্রথম সাক্ষাতের স্মৃতিটা শুনতে চাই-
প্রথম সাক্ষাতের কথা তো ভুলবোনা কোনোদিন। আমি কিচেনে গেলাম, আমার বন্ধুর রেফারেন্সে। বাচ্চু ভাই তখন বেশ ক’জনার সাথে কথা বলছিলেন। উনি বললেন, তুই ঐ কোনায় গিয়ে বসে গিটারটা নিয়ে বাজাতে থাক। আমি আলাপ সারি। বাজানো থামাবি না। আমি নিবিষ্ট মনে, খানিক ভয় নিয়ে বাজাতে লাগলাম। বসেক দেখলাম উনি সবার সাথে কথা বলছেন। কিন্তু এসবের অলক্ষেই তিনি আমার বাজনা শুনছিলেন। অনেকক্ষণ যাবার পর বললেন, কাল থেকে প্র্যাকটিসে আয়। এরপরেই এদেশের রক আইকনের সঙ্গী হবার সুযোগটা পেলাম।
Array