রাঙ্গামাটি প্রতিনিধি:
আগামী ৩০ দিনের মধ্যে কাপ্তাই লেকের রাঙামাটির অংশের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
কাপ্তাই লেকের জমি আর কেউ দখল করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
পাশাপাশি কাপ্তাই লেকের অবৈধ দখল বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ আদালতে আবেদনটি করেন ও বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
অ্যাডভোকেট মোরশেদ বলেন, ‘‘আদালত পরিবেশ সচিব, এলজিআরডি সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ১২ কর্মকর্তাকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে।’’
Array