নিজস্ব প্রতিবেদক:
ইতালির ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (১৬ অক্টোবর) মেসত্রের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি পদে যমুনা টেলিভিশনের ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমন এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের ইতালি প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জুম্মন অনিক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত আগস্ট মাসে আহ্বায়ক কমিটির মাধ্যমে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের পথ চলা শুরু হয়। ওই সময় সিনিয়র সাংবাদিক, লেখক পলাশ রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটি নামমাত্র মূল্যে সদস্য ফরমের মাধ্যমে প্রেস ক্লাবের সদস্য সংগ্রহ করেন। ভেনিস এবং এর আশপাশের শহর থেকে অভিবাসী সাংবাদিকরা স্বতস্ফুর্তভাবে প্রেস ক্লাবের সদস্যপদ গ্রহণ করেন।
নির্বাচনে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং অর্থ সম্পাদক পদে একজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
Array