বার্তা কক্ষ
16th Oct 2022 9:08 pm | অনলাইন সংস্করণ
ইসলামিক ডেস্ক:পবিত্র মসজিদুল হারামে বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য চালু হয়েছে অত্যাধুনিক বৈদ্যুতিক লোকোমোটিভ। এর মাধ্যমে খুব সহজেই পবিত্র কাবাঘরের চারপাশ ‘তাওয়াফ’ ও ‘সায়ি’ করা যাবে।
২.৯৮ মিটার দৈর্ঘ্য ও ১ মিটার প্রস্থের এ যানে রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা মানসম্পন্ন আটটি ড্রাই ব্যাটারি। এতে চালক ছাড়া একসঙ্গে আটজন চড়তে পারবে।
একাধারে ৩০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত তা চলতে সক্ষম। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেন্সর পদ্ধতিতে এর গতি নিয়ন্ত্রণ, সংঘর্ষরোধ, দরজা খোলার সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে থামানো হয়।
সূত্র: হারামাইন ওয়েবসাইট