কাউকে ভয় করলে আল্লাহর তাআলার কাছে সাহায্য প্রার্থনার বিকল্প নেই। যেভাবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও আল্লাহ তাআলার কাছে ভয় ও অনিষ্টতা থেকে আশ্রয় চাইতেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো সে দোয়াই উম্মতের জন্য বিশেষভাবে প্রযোজ্য। হাদিসে পাকে এসেছে-
হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো দল সম্পর্কে ভয় করতেন, তখন বলতেন-
اَللَّهُمَّ إِنَّا نجعلُكَ فِي نُحُوْرِهِمْ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাঝ্আলুকা ফি নুহুরিহিম, ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম।
অর্থ : ‘হে আল্লাহ! আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি, তুমিই তাদের দমন কর। আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই।’ (আবু দাউদ, নাসাঈ, মিশকাত)
আল্লাহ তাআলা অসহায়ের সহায়। তিনি নিরাপরাধ ও ন্যায়বান মানুষকে ভালোবাসেন। সব বিপদ ও ভয় থেকে তিনিই উদ্ধার ও আশ্রয় দানকারী।
আল্লাহ তাআলা সবাইকে ভয় থেকে নিরাপদ থাকার তাওফিক দান করুন। সবাইকে অনিষ্টতা থেকে আশ্রয় দিন। আমিন।
Array