ajkalerbarta
16th Oct 2022 11:10 am | অনলাইন সংস্করণ
কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে নিহত হয়েছে ২০ জন । এ সময় আরো ১৫ জন আহত হয়েছে।
গতকাল শনিবার দেশটির দক্ষিণপশ্চিমের প্যান আমেরিকান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটি টুমাকো শহর থেকে কলোম্বিয়ার খালির দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের ট্রাফিক বিভাগ জানান, বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের মধ্যে তিন বছরের এক মেয়ে শিশু এবং আট বছরের এক ছেলে শিশু রয়েছে। খবর আল জাজিরা।
তদন্তকারীরা ধারণা করছে ব্রেক ফেল হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।
প্রাথমিক তদন্তে জানানো হয়েছে অতিরিক্ত গণ কুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
সূত্র: আল জাজিরা।
Array