বার্তা কক্ষ
16th Oct 2022 9:15 pm | অনলাইন সংস্করণ
ইসলামিক ডেস্ক: রাজধানীর আফতাবনগর জহিরুল ইসলাম সিটির ইমাম, খতিব ও উলামাদের উদ্যোগে সীরাতুন্নবী সা. মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামী ২১ অক্টোবর (শুক্রবার) বাদ জুমা আফতাবনগর জি ব্লকে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন— দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মুফতি সাইয়্যেদ সালমান মানসুরপুরী। দারুল উলুম রামপুরা বনশ্রীর মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমূদ। মাদরাসায়ে তালিমিয়া ঢাকার পরিচালক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। বাড্ডা ডি.আই.টি. প্রজেক্টে অবস্থিত বাইতুর রহমান মসজিদের খতিব মাওলানা আব্দুর রহীম আল মাদানী।
এছাড়াও এতে উপস্থিত থাকবেন— সাইয়্যেদ আসআদ মাদানী রহ.-এর খলিফা মাওলানা রশীদ আহমাদ।
মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন— সাইয়্যেদ মাহমুদ মাদানীর খলিফা, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল ইদারাতুল উলুমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী।
Array