টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক শাহীন মিয়া (২২)।
শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার সাবেদের চালা এলাকায় সখীপুর-সাগরদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়ার বাড়ি উপজেলার মিলপাড় এলাকায়।
স্থানীয়রা জানান, দ্রুতগতির গাড়িটি উপজেলার কচুয়া এলাকা থেকে সখীপুর সদরে যাচ্ছিল। পথে সাবেদের চালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক শাহীন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালকের সঙ্গে থাকা ছানোয়ারকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
Array