বার্তা কক্ষ
13th Oct 2022 12:47 am | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় অটোভ্যান উল্টে ফারজানা (১৮) নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত ফারজানা উপজেলার কলম ইউনিয়নের কালীনগর গ্রামের ওমর ফারুকের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য শিহাব ও নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বুধবার (১২ অক্টোবর) সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা শেষে বিকেল ৫ টায় অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন।উপজেলার নুরপুর এলাকায় পৌছলে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অটোভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ফারজানার মৃত্যু হয়।
নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বলেন, ফারজানা মেধাবী শিক্ষার্থীরা ছিলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Array