ক্রীড়া প্রতিবেদক:
পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগই ছিলো বাংলাদেশের সামনে। আগেই ফাইনালের আশা শেষ হয়ে যাওয়ায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য শুধুই নিয়ম রক্ষার।
এই ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমেও সেই পুরোনো চিত্র টাইগার ব্যাটিংয়ে। পাওয়ার প্লে’র ভেতরেই আউট হয়ে সাজঘরে ফিরে যান দুই টাইগার ওপেনার। তবে লিটন দাস আর সাকিব আল হাসান মিলে দলকে এনে দেন বড় সংগ্রহ।
বাংলাদেশের জন্য ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটি হয়ে গেছে শুধুই নিয়ম রক্ষার আর বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুর হওয়া ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষবারের মতো পরীক্ষা করে নিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানকে ১৭৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
Array