নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ ও ধর্ষন মামলার আসামী স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গাজিপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
গতরাতে গাজীপুরের কালিকাকৈড়ের হর-তকীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে আজ সকালে গ্রেফতারকৃত ফিরোজ আহমেদকে নাটোর র্যাবক্যাম্পে সাংবাদিকদের সামনে হাজির করে এক প্রেস বিফ্রিং করা হয়।গ্রেফতারকৃত ফিরোজ আহমেদ গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে এবং নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত ১ অক্টোবর সকাল ১০টার দিকে ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দেয়ার জন্য বিদ্যালয়ে যান।পরীক্ষা শেষে বিদ্যালয়ের মূলগেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।পরে রাজশাহীর একটি বাসায় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ।
মেয়ের অপহরনের কথা স্থানিয়দের মুখে শুনে ওইদিন পরিক্ষার্থীর মা বাদি হয়ে ফিরোজ আহমেদসহ আরও দুজনকে আসামি করে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করলেও অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পালিয়ে যান।
বিষয়টি নজরে আসলে অভিযুক্ত শিক্ষক ফিরোজ আহমেদকে ধরতে মাঠে নামে র্যাব।তথ্য প্রযুক্তির সহায়তার গাজীপুরের কালিকাকৈড়ের হর-তকীতলা এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাবের ক্যাম্প কমান্ডার।
Array