কিশোরগন্জের পাকুন্দিয়া উপজেলা এগারসিন্দুর ইউনিয়ন আদিত্যাপাশার এলাকায় কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মানন রৌপ্য পদক পেয়েছেন পাকুন্দিয়া উপসহকারী কৃষি অফিসার মো. হামিমুল হক সোহাগ।
আজ বুধবার ১২ অক্টোবর ২০২২ সকাল ১০.০০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ড.মুহহাম্মদ আব্দুর রাজ্জাক এ পুরস্কার তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয় সচিব সায়েদুল হক।
হামিমুল হক সোহাগ ২০০৬ সালের পাকুন্দিয়া উপজেলায় যোগদান করেন। এরপর থেকে নিজের শ্রম ও মেধার সমন্বয়ে কৃষকদের সঙ্গে নিবিড় যোগাযোগ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও পরামর্শ প্রদানের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কৃষিবিষয়ক যে কোনো প্রয়োজন ও পরামর্শের জন্য তারা ছুটে যান তার কাছে। তিনি উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দাওরাইট, আদিত্যপাশা, আঙ্গিয়াদী, বারাবর, চামরাইদ ও খামা গ্রাম নিয়ে গঠিত আঙ্গিয়াদী ব্লকের দায়িত্বে রয়েছেন।
Array