আন্তর্জাতিক ডেস্ক:
নিউজিল্যান্ডের একটি দ্বীপে সৈকতে আটকা পড়ে প্রায় ৫০০ পাইলট হোয়েল নামের এক ধরনের ডলফিন দলের মৃত্যু হয়েছে। দেশটির চ্যাথাম আইল্যান্ড নামের দ্বীপে ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে ধরাণা করা হচ্ছে, হাঙরে ভরা ওই সমুদ্রে কোনোভাবে পথ হারিয়েছে বা আটকে পড়েছিল বড় আকারের পাইলট হোয়েল নামে পরিচিত সামুদ্রিক ডলফিনের দল। ফলে তাদের গণমৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।
নিউজিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কানজারভেশনের সামুদ্রিক প্রযুক্তি উপদেষ্টা ডেভ লুন্ডকুইস্ট জানিয়েছেন, মানুষ ও তিমি উভয়ের জন্য হাঙরের আক্রমণের ঝুঁকির কারণে আটকে পড়া ডলফিনগুলো পুনরায় ভেসে যাওয়ার চেষ্টা করে না। বেঁচে থাকা ডলফিনগুলো আরও দুর্ভোগ এড়াতে আত্মহত্যার পথ বেছে নেয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, চ্যাথামের আশেপাশের সমুদ্রে হাঙরের আনাগোনা। তাই তটের দিকে ছুটে আসা তিমিদেরও যেমন সমস্যা, তেমনই বিপদ উদ্ধারকারী দলেরও।
এক মাসেরও কম সময়ের মধ্যে এমন ঘটনা পর পর দু’বার ঘটল। এর আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলেও অন্তত ২০০টি সামুদ্রিক ডলফিনের মৃত্যু হয়।
Array