আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে দেশের জেলা-উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে । আগামী ১২ দিন এ কর্মসূচি চলবে। এতে প্রায় এক কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, একযোগে দেশের ৪২৭টি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেওয়া জন্য বিশেষভাবে তৈরি ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ।
গত ১১ আগস্ট রাজধানীতে ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার পর্যন্ত ৫ থেকে ১১ বছর বয়সী ১২ লাখ ৫৮ হাজারের বেশি শিশু প্রথম ডোজ নিয়েছে।
এখন শুরু হচ্ছে দেশব্যাপী টিকাদান। মঙ্গলবার সব জেলায় টিকা দেওয়া শুরু হবে বলে জানান শামসুল হক। তিনি আরও বলেন, ‘উপজেলা পর্যায়ে টিকা পাঠানো হয়েছে, এখন তারা সেভাবে ব্যবস্থা নেবে।’
শিশুদের এ টিকা পেতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা ওয়েবপোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। টিকা কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই মিলবে টিকা।
Array