বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের ঘুমধুম এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফের সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সেই দেশের সেনাবাহিনীর সঙ্গে আরকান আর্মির (এএ) সংঘর্ষ চলছে।
এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের ছোঁড়া মর্টারশেল, গুলি, গোলাবারুদ এবং হেলিকপ্টার এসেছে কয়েকবার। ফলে চরম আতংকের মধ্যে রয়েছেন সীমান্ত এলাকার মানুষ।
সোমবার (১০ অক্টোবর) নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। পরে রেজুপাড়া বিওপিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক সাকিল আহমেদ বলেন, “উত্তপ্ত সীমান্ত পরিস্থিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তের ওপার থেকে ছোঁড়া প্রত্যেকটি গুলির হিসেব আমাদের কাছে রয়েছে। মর্টারশেল নিক্ষেপ, আকাশ সীমা অতিক্রমসহ প্রত্যেকটি ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে, তারা (মিয়ানমার) কূটনৈতিকভাবে আমাদের প্রতিবাদের উত্তরও পাঠিয়েছে।”
তিনি আরও বলেন, “উত্তপ্ত পরিস্থিতিতে চেষ্টা করা হচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র সঙ্গে পতাকা বৈঠক করার। ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, শিগগিরই ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সবকিছু সরাসরি উপস্থাপন করা হবে।”
Array