বার্তা কক্ষ
09th Oct 2022 9:50 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
মেগালোডন শার্ক দুই কোটি বছর আগে পৃথিবী দাপিয়ে বেড়িয়েছে। সম্প্রতি ছয় বছর বয়সি স্যামি শেলটন বিশালদেহী মেগালোডনের একটি দাঁত খুঁজে পেয়েছে।
স্যামি মূলত বাবার সঙ্গে বোডসি সমুদ্রতীরে ঘুরতে গিয়েছিল। ঘুরতে ঘুরতেই পেয়ে যায় দুই কোটি বছর আগের মেগালোডনের দাঁত।
দাঁতটি ১০ সেন্টিমিটার লম্বা। প্রাগৈতিহাসিক যুগে মেগালোডন শার্ক ছিল জলজ প্রাণীদের কাছে অন্যতম আতঙ্কের নাম। এদের নির্দিষ্ট কোনো খাদ্যতালিকা ছিল না। সমুদ্রে যা পেত, তাই খেত। তবে একটি পছন্দের খাবার ছিল মেগালোডনের। বিশালদেহী তিমি। যার খাবারের তালিকায় তিমি থাকে, সে নিজে কত বড় ছিল ধারণা করো!
মেগালোডন প্রায় ৬০ ফুট লম্বা ছিল। ২৫৬টি দাঁতওয়ালা শার্কের ওজন ছিল প্রায় ৬০ টন। এর বৈজ্ঞানিক নাম ওটোডাস মেগালডোন (Otodus megalodon)।
Array